spt নির্ণয়

কিভাবে আদর্শ পেনিট্রেশন টেস্ট SPT নির্ণয় করা হয়?

Standard Penetration
Test (SPT নির্ণয়) আদর্শ পেনিট্রেশন পরীক্ষঃ

SPT নির্ণয় বা আদর্শ পেনিট্রেশন পরীক্ষা একটি ইন-সিটু পরীক্ষা। যেসব সংসক্তিহীন মৃত্তিকার (যেমন- বালি মাটি) স্যাম্পল নেয়া কষ্টকর, ঐ সকল ক্ষেত্রে এ পরীক্ষা বিশেষ উপযোগী। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও
মালামালের মধ্যে বালতি, কোদাল, শাবল, ড্রিল রড, স্প্লিট ব্যারেল, 63.5 কেজি ওজনের হাতুড়ি ইত্যাদির প্রয়োজন।

কাজ করার নিয়মঃ

১) প্রথমে মাটিতে ৫৫মিমি থেকে ১৫০মিমি ব্যাসবিশিষ্ট একটি গর্ত খনন করতে হবে।
২) ড্রিল এর সাথে স্পিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করতে হবে। অতঃপর একে গর্তের নিচের প্রান্তে স্থাপন করতে হবে।
৩) ৬৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে ৭৫সেমি উপর হতে মিনিটে ৩০ বার ফেলতে হবে।
৪) ১৫০মিমি অন্তর অন্তর গভীরতায় পৌঁছাতে আঘাতের সংখ্যা হিসেব করতে হবে।
৫) ১ম ১৫০মিমি এর জন্য আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী ৩০০মিমি গভীরতার জন্য প্রাপ্ত আঘাত হিসাব করতে হয়। এ সংখ্যাই পেনিট্রেশন (N) সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স।

আমরা ইনসাফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড দেশের যেকোনো স্থানে Soil Test বা মাটি পরীক্ষা করে থাকি। আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top